ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে আম বয়ানের মধ্যদিয়ে  তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ফেনীতে আম বয়ানের মধ্যদিয়ে  তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ফেনীতে আম বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার শহরতলীর রামপুরে শুরু হওয়া সাদ পন্থিদের এ ইজতেমা চলবে শুক্রবার পর্যন্ত।জেলা তাবলীগ জামায়াতের আমির হাফেজ মাওলানা নুর উদ্দিন জানান, ইজতেমা বাস্তবায়ন কমিটির একটি টিম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অনুমতি নেওয়া হয়। ফেনী পৌর মেয়রের সহযোগিতায় গত ১৫ দিন ধরে দিনরাত ইজতেমা মাঠ পরিষ্কারে নিয়োজিত ছিলেন অন্তত ৫০০ কর্মী। ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, গোসলখানা ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তিনদিন পর্যন্ত খাবার-পানির ব্যবস্থা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। এদিকে ইজতেমায় পুলিশের পাশাপাশি তাদের ২০০ স্বেচ্ছাসেবক মুসল্লিদের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ইজতেমায় লক্ষাধিক লোকের সমাগমের সব ব্যবস্থা করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ফেনী জেলা ইজতেমার নিরাপত্তায় পুলিশের একটি টিম সার্বক্ষণিক কাজ করছে।

ইজতেমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত