ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম গোলাম মুর্শেদ খান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিপ্তরের কর্মকর্তা মাসুদ রেজা, উপজেলা সমবায় অফিসার রুবাইয়া আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় তারা বর্তমান সময়ে ভৈরবে আইন শৃঙ্খলা রক্ষা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। ভৈরবে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে ছিনতাই, বিভিন্ন পাড়া মহল্লায় মাদকের ছড়াছড়ি, কিশোর গ্যাংদের বেপরোয়া চলাফেরা, অবৈধ কয়েল কারখানা, পলিথিন কারখানা, রেলওয়ে টিকেট কালোবাজারী, পাদুকা ও কাপড় ব্যবসায়ীদের বিশেষ নিরাপত্তা ও ভৈরব বাসস্ট্যান্ডে যানজট নিরসনের বিষয়ে আলোচনা করেন। সাংবাদিকদের আলোচনা শেষে ইউএনও একেএম গোলাম মুর্শেদ খান প্রতিটি বিষয়ের উপর বিশেষ নজরধারী, নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় ভৈরবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভৈরব,ইউএনও,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত