ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে যুবকের নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরে যুবকের নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরে বাগাতিপাড়া থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাগাতিপাড়া পৌরসভার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল নদীর রেল ব্রীজের নিচে থেকে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

পরে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা ওসি নান্নু খান জানান, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার সীমান্ত এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত রেলওয়ের ২২০ নং ব্রীজের নিচে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল রেলওয়ে সীমানা হওয়ায় থানার পুলিশ ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারনা রাতের কোন একসময় রেল ব্রীজের উপর দিয়ে চলতে গিয়ে ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় সনাক্তকরণ চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত