ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় বাসচাপায় হোটেলকর্মী নিহত

নেত্রকোণায় বাসচাপায় হোটেলকর্মী নিহত

নেত্রকোণার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দায় পিকনিকের বাস চাপায় বকুল চন্দ্র সরকার (৪০) নামের এক হোটেলকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে কলমাকান্দা-মহেষখলা সড়কে উপজেলা সদরের খাদ্যগোদাম মোড়ে এই ঘটনা ঘটে। বকুল চন্দ্র সরকার এলাকার নোয়াগাঁও গ্রামের ভূপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বকুল চন্দ্র সরকার তার নিজবাড়ি থেকে হেঁটে তার কর্মস্থল কলমাকান্দা সদরের সৌরভ হোটেলের দিকে আসছিলেন। পথিমধ্যে বাস আসতে দেখে নিরাপত্তার জন্য তিনি খাদ্যগোদামের পাকা-দেয়ালের পাশে গিয়ে দাঁড়ান। পরে ওই বাস ও দেয়ালের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলমাকান্দা ইউনিয়ন পরিষদের সদস্য এমজাদ মিয়া বলেন, কলমাকান্দা-মহেষখলা সড়কের খাদ্যগোদাম মোড় খুবই দূর্ঘটনাপ্রবণ এলাকা। সড়কটির প্রস্থ কম হওয়ায় বড় কোন যানবাহন আসলে পথচারিদের দাঁড়ানোর জায়গা থাকে না। এখানে দূর্ঘটনায় এ পর্যন্ত ৪ ব্যক্তি মারা গেছেন। খাদ্যগোদামের দেয়াল ভেঙ্গে সড়কটি প্রশস্থের দাবি জানান তিনি।

নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত