আড়াই ঘণ্টা পর কেরানীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ২৩:০৭ | অনলাইন সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জে একটি ফয়েল প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর শুক্রবার রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বহু মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

আগুন লাগার খবরটি জানিয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে একটি ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পান তারা। এরপর ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।