ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

কাপাসিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মযার্দায় ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সূযোর্দয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে নব নির্মিত উপজেলা চত্বর স্মৃতিসৌদে সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামীলীগ ও অঙ্গ—সংগঠন, কমিউনিস্ট পার্টি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, কাপাসিয়া প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্প স্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ প্রশাসন, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিজয় মঞ্চে সালাম গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আলহাজ¦ মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলি সিদ্দিকী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর মিয়া।

দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলি সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা ও বিআরডিবি কর্মকর্তা দিলারা জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমানত হোসেন খাঁন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মাজহারুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জাম আসাদ, মহলিা ভাইস চয়োরম্যান রওশন আরা সরকার, বীর মোক্তিযোদ্ধা আজগর রশিদ খান, মোঃ রুহুল আমিন, মোঃ আলিম, এম এ গনি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোক্তিযোদ্ধা কমানন্ডার গন এবং মোক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশরাফ খান। এছাড়া সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয় ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও রুগিদের উন্নত মানের খাবার পরিবেষন করা হয়। বিকেলে ক্রিকেট, ফুটবল খেলার পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি করা হয়।

বিজয় দিবস উদযাপিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত