মানিকগঞ্জ বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসক কার্যালয়ের নীচ তলায় বিজয় দিবসের বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন (২০) ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে তাদের ৬০০ বেলুন ফুলানোর কথা ছিল। এরমধ্যে ২০০ বেলুন ফুলানোর পর ১৬ ডিসেম্বর শনিবার ভোর রাত চারটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তাদের উদ্ধার করে সদর হাসপাতালে  ভর্তি করা হয়।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন তারা। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। পরে আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।