ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেবহাটায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২৩ যথাযথভাবে পালন

দেবহাটায় প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২৩ যথাযথভাবে পালন

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর'২৩ শনিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, সরকারী কেবিএ কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, মহিলা কলেজ, দেবহাটা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে দেবহাটা ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর সেক্টরের কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিনী রাবেয়া শাহজাহান।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারসহ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও বিকালে প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত