ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে গলায় উড়না পেচানো রুবি বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আত্নহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী তারিকুল ইসলাম বিপুল (৩০) কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা দিকে উপজেলার নয়ানগরের ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুবি বেগম (২৬) ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকার মৃত ইউসুফ আলীর মেয়ে।

আটককৃত মো. তারিকুল ইসলাম বিপুল (৩০) মেলান্দহ উপজেলার নয়ানগর ঠাকুরপাড়া এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দশ বছর আগে তাদের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার দিন রাতে দুজনের মাঝে কথা-কাটাকাটি হলে স্বামী ঘর থেকে বাইরে চলে যায়। পরে সন্তানরা ঘুমিয়ে গেলে ওই গৃহবধূ অন্য রুমে গিয়ে স্বামীর উপর অভিমানে ঘরের ধর্না ও গলায় ওড়না পেচিয়ে ফাঁস নেয়। পরে রাত ১১টা দিকে স্বামী ঘরে ফিরে ডাকাডাকি করে কাউকে না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে লাশ নামিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরহেদ উদ্ধার থানায় এনে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় রবিবার (১৭ ডিসেম্বর) সকালে নিহতের বড় বোন আসমা খাতুন (৩৫) বাদী হয়ে মেলান্দহ থানায় নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে আত্নহত্যার প্ররোচনার মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ’লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে নিহতের বোন বাদী হয়ে মামলা দায়েরের পর নিহতের স্বামীকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।’

স্বামী গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত