সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের তেল ব্যবসায়ী আবু শাহিনের (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মরহুম আমিনুল ইসলামের ছেলে। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই ব্যবসায়ী নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনার আগেরদিন তার স্ত্রী শ্বশুর বাড়ীতে অবস্থান করে এবং ঘরের সিসি টিভি ক্যামেরা কাপর দিয়ে ঢাকা ছিল। এ কারণে তার মৃত্যু রহস্যজনক বলে দাবী করছে পরিবারের লোকজন।
পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।