ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে চুরির অভিযোগে পিলারে বেঁধে নারীকে নির্যাতন

ফেনীতে চুরির অভিযোগে পিলারে বেঁধে নারীকে নির্যাতন

ফেনীতে চুরির অভিযোগে এক নারীকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় তাঁর গলায় ‘আমি চোর’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় নির্যাতনকারীরা। অমানবিক এ নির্যাতনের অভিযোগ উঠেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে প্রধান ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে বুকে ‘আমি চোর’ লিখা সাঁটানো। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়ানোর পর এটি নিয়ে ওই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটির কমেন্টে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। তবে এ ঘটনায় মুখ খুলতে ভয় পাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে ফেনী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) খান মোহাম্মদ আসাদ উল্যাহ গালিব জানান, হাসপাতালের ভিতর প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে। বিভিন্ন জায়গা থেকে চোরেরা এসে রোগী ও স্বজনদের মোবাইল সহ দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর আগে ও এক নারী চোরকে চুরির সময় হাতে নাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। তবে যারা গলায় চোর লিখা ঝুলিয়ে পিলারের সঙ্গে বেঁধেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত