আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীকে আমাদের মানিয়ে চলতে হয় : শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে মুখস্থ বিদ্যার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি শিক্ষা কার্যক্রম সম্পর্কে বলেন, পৃথিবী দ্রুত পাল্টে যাচ্ছে। প্রতিদিন টেকনোলজি পাল্টাচ্ছে। আজকে দ্রæত পরিবর্তনশীল পৃথিবী আমাদের মানিয়ে চলতে হয়। আমাদের সকল সমস্যা সমাধানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আসছে। মুখস্থ বিদ্যা দিয়ে আমাদের নতুন প্রজন্মকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। মুখস্থ বিদ্যার বদলে এখন আমরা সহযোগিতার জগতে আসছি। এটা হলো আমাদের নতুন শিক্ষা কার্যক্রম।’
রোববার(১৭ডিসেম্বর) রাতে চাঁদপুর শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে সদর, পৌর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. দীপু মনি বলেন, প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি স্বরণ করছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্ব দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। নির্বাচন আসলে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা বেড়ে যায়। দীর্ঘ ২১ বছর পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো। ২০০১ সালে ভুয়া ভোটারের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় এসে এ দেশে অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছিলো। কি নির্মমভাবে নারী ও শিশুদের উপর অত্যাচার চালিয়েছিলো স্বাধীনতা বিরোধীরা। শেখ হাসিনার দাবির পেক্ষিতে ছবি যুক্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছিলো। সেই তথ্য অনুযায়ী ১ কোটির উপরে ভুয়া ভোটার তথ্য বেরিয়ে এসেছে। সেই সময় স্বাধীনতা বিরোধীরা প্রতিটি নির্বাচনি এলাকায় ৪০ হাজারের উপরে ভুয়া ভোটারের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিলো।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদস্য মো. আইয়ুব আলী বেপারী, অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মোহাম্মদ আলী মাঝি, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী হযরত আলী বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দামসহ চাঁদপুর সদর, পৌর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।