দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও সতন্ত্র ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
এরমধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি (নৌকা), জহুরুল ইসলাম (লাঙ্গল), সাইফুল ইসলাম (মশাল), সবুজ আলী (নোঙ্গর)।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ড. জান্নাত আরা হেনরী (নৌকা), আমিনুল ইসলাম (লাঙ্গল), আব্দুর রুবেল সরকার (গোলাপ ফুল), সাদাকাত হোসেন খান বাবুল (হাতুড়ী), সোহেল রানা (সোনালী আঁশ)।
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) ডাঃ আব্দুল আজিজ এমপি (নৌকা), জাকির হোসেন (লাঙ্গল), গোলাম মোস্তফা (নোঙ্গর)।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সাবেক এমপি শফিকুল ইসলাম (নৌকা), হিল্টন প্রামাণিক (লাঙ্গল), মোস্তফা কামাল বকুল (মশাল)।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আব্দুল মমিন মন্ডল এমপি (নৌকা), ফজলুল হক (লাঙ্গল), আব্দুল হাকিম (নোঙ্গর), নাজমুল হক (গামছা), সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল), আব্দুল্লাহ আল মামুন (কাঁচি)।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সাবেক এমপি চয়ন ইসলাম (নৌকা), মোক্তার হোসেন (লাঙ্গল), মোজাম্মেল হক (মশাল), রেজাউল রশীদ খান (হাতুড়ি), তারিকুল ইসলাম (সোনালী আঁশ), মোহাম্মদ শামীম (নোঙ্গর), কাজী আলামীন (একতারা), হালিমুল হক মীরু (ঈগল)।
এ সময় সব আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের প্রস্তাবকারীসহ সমর্থক ও বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।