ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু 

সিরাজগঞ্জে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু 

সিরাজগঞ্জে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধ শামসুল হকের (৭০) মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামে। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিবেশী জনৈক আব্দুর রাজ্জাক মঙ্গলবার দুপুরে ইউক্যালিপ্টাস গাছ কাটছিলো। এ গাছের কাটা বড় ডাল ওই বৃদ্ধের ঘরের উপর পড়ে। এতে ঘরের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত