অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৩ মায়ানমার নাগরিক আটক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৩ মায়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়িতে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ বাঁইশফাড়ি বিওপির চেকপোষ্টের কমান্ডার নায়েক মোঃ রেজাউল এর নেতৃত্বে টহলদল কর্তৃক চাকমাপাড়া আম বাগান নামক স্থান হতে ৩ জন মিয়ানমারের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, মিয়ানমারের ভিতরে চলমান বিদ্রোহী গ্রুপ এবং সরকারি বাহিনীর মাঝে সংঘর্ষের কারণে প্রাণভয়ে বাংলাদেশের ভিতরে বসবাসরত তাদের আত্মীয়-স্বজনদের ঠিকানায় আশ্রয় নেওয়ার জন্য ঐ তিনজন মায়ানমার নাগরিক বাংলাদেশে অবৈধ প্রবেশের চেষ্টা চালাই।
সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরা তাদের এই তৎপরতাকে নিজেদের দক্ষতাই থামিয়ে দেন।