ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়ায় ঈশ্বরদী - বাঘা মহাসড়কে মটরসাইকেল মিনিট্রাক সংঘর্ষে মনির নামে এক মটরসাইকেল আরোহী নিহত ও অপর ২ জন আহত হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরের ফজলের ছেলে। এসময় একই এলাকার আকুলের ছেলে তাজিম (২৪) ও তরিকুলের ছেলে আলিফ (২০) আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, রাত ৯ টার দিকে মহাসড়কে বিকট শব্দ হয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে মটরসাইকেল ও মিনিবাসের সংঘর্ষের ঘটনা দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইনচার্জ অপু্ কুমার জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। এরপর দূর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।