গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:১৪ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়।

প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ (৩৮) ঘটানস্থলেই নিহত হয়। বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। মানিকগঞ্জের সানবান্দা গ্রামে তার বাড়ি।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম ম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ড্রাইভার নিহত হয় এবং প্রাইভেটকারে থাকা তিন সহদর মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬) আহত হয়। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা সকালে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা যাচ্ছিল বলে জানাগেছে।

এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা সড়ক চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।