ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেবহাটায় শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরন 

দেবহাটায় শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরন 

দেবহাটায় ছিন্নমূল ও দুঃস্থ শীতার্ত অসহায় মানুষের মাঝে রাতের আঁধারে ইউএনও শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার ২০ ডিসেম্বর, ২৩ ইং সন্ধ্যার পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এই শীতবস্ত্র বিতরন করেন।

গত কয়েক দিনের প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে তখনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান সেইসব অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে এগিয়ে এসেছেন। ইউএনও দেবহাটা উপজেলার সখিপুর ঋষি পল্লী, বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ও রাস্তায় অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। বয়োবৃদ্ধ মানুষ, শিশুসহ নারীদেরকে তিনি এসময় শীতবস্ত্রগুলো বিতরন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অসহায় মানুষদেরকে বলেন, সরকার বিভিন্নভাবে আপনাদের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরন অব্যাহত থাকবে এবং যেকোন প্রয়োজনে তার সাথে যোগাযোগ করলে সকল ধরনের সহযোগীতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ইউএনও সরকারের সাথে সাথে সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান।

শীতবস্ত্র বিতরনকালে ইউএনওর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরন করা হয়। এদিকে বৃহস্পতিবার ২১ ডিসেম্বর, ২৩ ইং দুপুরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সখিপুর মোড়ে অসহায় বাক প্রতিবন্ধীসহ বিভিন্ন ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি সাংবাদিক আর কে বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক কে.এম রেজাউল করিম, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম আলম প্রমুখ।

দেবহাটা,ইউএনও,শীতবস্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত