ময়মনসিংহের হালুয়াঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার লক্ষীকুড়া গ্রামের মৃত হারুন অর রশিদের পুত্র আল মামুন।
জানা যায়, নিহত আল মামুন মনিকুড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাঘাইতলা রোড শাহী মসজিদের সামনে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালালে নিয়ন্ত্রন হারিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার রবিউল ইসলাম শামীম মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।