জাতীয় সংসদ নির্বাচনে 

স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হবেনা, নৌকার প্রার্থীকে শোকজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদুপর) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হালিমুল হক মিরুর (ঈগল)  এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে না দেয়ার হুমকির অভিযোগে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) চয়ন ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ এ নোটিশ দিয়েছেন। ওই আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একই আসনের আওয়ামীলীগ প্রার্থী চয়ন ইসলামকে নোটিশ করা হয়েছে। এ নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বারিয়াপুর রাসেল স্মৃতি সংঘ নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম সতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুকে তিক্ত, উসকানিমূলক ও মানহানিকরভাবে দ্বারিয়াপুরে প্রতিহত করার জন্য কর্মী সমর্থকগণকে নির্দেশনা প্রদান করেন এবং ভোটের দিন ঈগল মার্কার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে না দেয়ার হুমকি দেন তিনি। তার এ বক্তব্যের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পরিকল্পনার দায়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চয়ন ইসলামের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না। এ মর্মে ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় আদালতে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এরআগে একই দিন রাতে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়ারপুর মহল্লায় নৌকার নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে এক বক্তব্যে সাবেক মেয়র বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম বলেন, মিরু দ্বারিয়াপুর আসলে প্রতিহত করা লাগবে এবং তার ভোট করার অধিকার নাই। শক্তিশালী এজেন্ট তো আমরাই দেব, যেহেতু ওয়ার্ড আমার। সতন্ত্র প্রার্থী মিরু এজেন্ট খুঁজবে। মিরুর এজেন্ট ঢুকতে পারবে না। আমাদের এজেন্ট বাহাদুরের মতো সেন্টারে থাকবে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা বরাবর এই অভিযোগ করেন।