রংপুরে বাম গণতান্ত্রিক জোটের মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধ বিক্ষোভ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  শুক্রবার সকালে  রংপুরে প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধ করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্ক্সবাদী রংপুর জেলার সংগ্রামী আহ্বায়ক এবং বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড আনোয়ার হোসেন বাবলু,সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ রংপুর এর সদস্য সচিব ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা কমরেড আব্দুল মমিনএবং সিপিবি রংপুর মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড রাতুজ্জামান রাতুল ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা সিপিবি রংপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার প্রমূখ ।
সমাবেশে বক্তারা সকলেই সভা সমাবেশের উপর সংবিধান বিরোধী এ নিষেধাজ্ঞা আরোপে মেরন্ডদহীন নির্বাচন কমিশন এর ও ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন সকারের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সভা সমাবেশের উপর  আরোপিত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবী জানান।বক্তারা আরও বলেন ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসীন বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে হাস্যকর পাতানো খেলায় পরিণত করেছে, এরফলে একদিকে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যেমন খর্ব হয়েছে অন্যদিকে জণগনের কাছে সরকারের ন্যূনতম জবাবদিহিতার দায়বদ্ধতার জায়গাটুকুও আর থাকলো না।ফলে সরকার এখন জণগনের মতামতের তোয়াক্কা না করে যা খুশী তাই করছে। আর এরই ফলশ্রুতি হচ্ছে সংবিধান মেনে সরকারের পাতানোখেলার একদলীয় নির্বাচন।বাম গণতান্ত্রিক জোট সরকারের এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণের তীব্র প্রতিবাদ জানায় এবং একইসাথে সরকারকে আহ্বান জানায় দেশের স্বার্থে,জাতির স্বার্থে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন।