ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই শুরু

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৬ তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। 

গতকাল বিকালে ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসন মাহবুবুর রহমান। 

এসময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শামিম সুলতানা, মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিলের মাড়াই কার্যক্রম চলবে ৪৫ থেকে ৫০ দিন। 

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ৫০ দিন মিলটি চালু রেখে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪৫৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করবে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থানা পরিচালক শাহজাহান কবির বলেন ৪ হাজার ৫শত ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে মাড়াই কার্যক্রম শুরু করছি। আগামীতে ৭ হাজার একরের প্লানটেশন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।