ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে পুলিশি অভিযানে ইয়াবা ও গাজাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার- ১১

ঝিনাইগাতীতে পুলিশি অভিযানে ইয়াবা ও গাজাসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার- ১১

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের সাড়াশি অভিযানে ২৫পিছ ইয়াবাসহ ১ জন, ৫শত গ্রাম গাজাসহ ২ জন এবং অন্যান্য মামলায় ৮জনসহ মোট ১১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২৫ পিছ ইয়াবাসহ গ্রেপ্তারকৃত কাঠ ব্যবসায়ী মো. ইদ্রিছ আলী(৫০) উপজেলার মোল্লাপাড়ার গ্রামের মৃত আঃ আজিজের ছেলে। ৫ শত গ্রাম গাজাসহ গ্রেপ্তারকৃতারা হলো ফাকরাবাদ গ্রামের মোজাফফর আলীর ছেলে মো. আক্তার হোসেন (২৮) এবং মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) সহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৮জন।

থানার সুত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাজাসহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তারকৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং ৮ ব্যক্তিকে সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে শনিবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত