ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ট্রেনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জে ট্রেনে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে হাতেনাতে তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার বড়ুড়া থানার নওয়াপাড়া এলাকার মোঃ আনু মিয়ার পুত্র জয়নাল আবেদীন (২২), নিলফামারী জেলার ডোমার থানার ছোট রাউতা এলাকার রবিউল ইসলামের পুত্র মো. আরিফ (২৩) ও একই এলাকার মৃত মিজানুর রহমানের পুত্র হাবিবুর রহমান হাসান ওরফে রবিন (২১)।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের কনস্টেবল আরিফ ও আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিরাজুন্নবী জানান, দুপুর দেড়টার দিকে ঢাকামুখী ট্রেনটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে দাড়ানো ছিল। এসময় ৩ নাশকতাকারী ট্রেনের জেনারেটর রুমকে লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। তবে বোমাটি এক নাশকতাকারীর হাতেই বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে আমরা নাশকতাকারীদের ঘিরে ফেলে তাদের আটক করি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায় নি। আমরা সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত