টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিল্লাল হোসেন বর্তমানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। অন্যদিক বিল্লালের মা রাফেজা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিল্লাল ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা যায়, কালমেঘা মৌজার ২৩৯নং খতিয়ানে ১৪৭২ এসএ দাগে ৫ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের ফরমান আলীর ছেলে মতিউর রহমান বাদল, লিটন মিয়ার সাথে বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে বিল্লাল হোসেন আদালতে মামলা করলে আদালত ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে।
বিল্লাল হোসেন বলেন, আমার সদ্য দখলীয় জমিতে আমি কলা গাছ লাগিয়েছিলাম। আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞ উপেক্ষা করে বাদল মিয়ার নেতৃত্বে ওই গ্রামের লিটন মিয়া, নুরুল ইসলাম মেনা, ফরিদা আক্তার, আ. হাই চান মিয়া রাত ১১ টার দিকে জমিতে থাকা প্রায় ৫০টি কলার ছড়ি কেটে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে দেশিও ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে আমাকে ও আমার মাকে বেধড়ক মারধর করে। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে বাদল ও লিটন মিয়া বলেন, জমিটি আমরা ক্রয় করেছি। সমস্থ কাগজ পত্র রয়েছে। আমরা কারো জমি দখল করিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, মারামারি ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। ১৪৪ ধারা ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।