সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার'র পরিচিতি সভা ও নির্বাচন পর্যবেক্ষকদের কর্মশালা 

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার পরিচিতি সভা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার জেলা পরিষদ হল রুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজারের সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এই পরিচিতি সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মো. আবেদ আলী।

তিনি বলেন, 'একটি বড় দল আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। যা দেশ-বিদেশের নজর কাড়ে। কিন্তু জনগণ স্বতঃস্ফূর্ত ভোট কেন্দ্রে আসলে নির্বাচনে তা প্রভাব ফেলবে না। তবে এ জন্য প্রার্থীদের নিরলসভাবে প্রচারণা চালাতে হবে। আমরা আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে'।

অনুষ্ঠানে প্রধান প্রধান আলোচক ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, 'রোহিঙ্গাদের স্থান দিয়ে বাংলাদেশ বিশ্ব মাঝে বিরাট মানবতার পরিচয় দিয়েছে। এতে আমরা সবাই অংশীদার। মানবাধিকার এর জন্য কাজ করলে তাঁর প্রতিদান আল্লাহ দিবেন। কাজেই মানুষের জন্য কাজ করে কি পেলেন আর কি পেলেন না তার হিসাব করবেন না।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজারের সহ-সভাপতি মো. ইউনুছ রানা, সিটি কলেজের সহকারী অধ্যাপক রুমেনা আকতার, তাহমিনা চৌধুরী লুনা, এপিপি এডভোকেট সাকী এ কাউসার, এডভোকেট রিয়াজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর, দপ্তর সম্পাদক প্রভাষক আবু বাকেরসহ আরও অনেকেই। এসময় যুগ্ম সম্পাদক মংলা ওয়ান, নজরুল ইসলাম, সাইফুল্লা খালেদ, আহসানুল সাহেদ, ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক আরিফ উল্লাহ, প্রচার ও প্রকাশনা প্রভাষক এহেছান উদ্দিন, এম.এ.হান্নান কামাল, মহিলা বিষয়ক সম্পাদক সেজুতি রোশনাই, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, ইসমাইল মিয়াজী, সদস্য ইসমত জাহান, মনোয়ারা বেগম মনি, এডভোকেট মোর্শেদ ও রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।