সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও নিউনেশন পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক সেলিম রেজার বাবা বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস আলী সরকার আর নেই। তিনি রোববার দুপুরে বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর এবং তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে। এদিকে তার বাবার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।