ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে মাননীয় বিচারপতিকে সংবর্ধনা 

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে মাননীয় বিচারপতিকে সংবর্ধনা 

সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী ও হিন্দু সম্প্রদায়ের ভক্তদের তীর্থ ভুমি শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ইমরুল কায়েস। তাকে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এসময় কাহারোল এসিল্যান্ড মোঃ মাঈদুল ইসলাম এবং দিনাজপুরের সহকারী জজ হাসিবুজ্জামান ও সহকারী জজ সামসুন্নাহার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ইমরুল কায়েস কান্তজিউ মন্দিরে অনুষ্ঠিত এক মাসব্যাপী রাস মেলা এবং মন্দির চত্বর পরিদর্শন করেন। তাকে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ মন্দিরে টোরাকাটা দেবতাদের এবং প্রতিষ্ঠিত রাজার ঐতিহাসিক পটভুমি তুলে ধরেন। বিচারপতি মন্দিরের পুরাতন ঐতিহ্য দেখে প্রশংসা করেন।

দিনাজপুর,বিচারপতি,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত