ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হলে মো. কাজিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। আজ (২৫ ডিসেম্বর) সোমবার ভোরে উপজেলার হরিয়াখালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজিম উদ্দিন উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৬ ডিসেম্বর উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই এলাকার মৃত কলম শেখের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের হাসের আলগী মধ্যপাড়া গ্রামের ওমর আলীর সঙ্গে প্রতিবেশী মৃত আব্বাস আলীর ছেলে
মো. কাজিম উদ্দিনের জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনারদিন সকালে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্রকরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হলে একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে ওমর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পুত্র শহিদ মিয়া ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামিকে সোমবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে'।