ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালকিনি থানার ওসিকে প্রত্যাহার

কালকিনি থানার ওসিকে প্রত্যাহার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নির্বাচনী এলাকায় পক্ষপাতিত্বের অভিযোগে কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় আলোকিত বাংলাদেশকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামীলীগের এমপি নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতিত্ব মূলক আচরণ করে আসছেন। এই ঘটনায় একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

এব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, কালকিনির ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংসদের নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত