কালকিনির ওসি প্রত্যাহারের একদিন পরেই ডাসার থানার ওসিকে প্রত্যাহার
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি থানার ওসি বদলির একদিন পরেই ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দেন মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এ অভিযোগের পরিপেক্ষিতেই ডাসার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ আসে। এরআগে রোববার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসানকেও প্রত্যাহার করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। নতুন ওসি যোগদানের বিষয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মারুফুর রশিদ খান জানান, প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।