ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাবের অভিযান

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে উদ্ধারকৃত ১৮টি হাতবোমা নিস্ক্রিয়করণ

সাতক্ষীরার কালীগঞ্জ থেকে উদ্ধারকৃত ১৮টি হাতবোমা নিস্ক্রিয়করণ

সাতক্ষীরার কালীগঞ্জের কালিকাপুর এলাকার একটি মসজিদের পাশ থেকে ১৮ টি হাতবোমা উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

এসময় র‌্যাব-৬ অধিনায়ক লে.কর্ণল ফিরোজ কবিরসহ উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়। এর আগে সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান, নির্বাচনী নিরাপত্তায় টহলের সময় কালীগঞ্জের কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে উক্ত ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে র‌্যাব হেডকোয়াটারের নির্দেশে উক্ত বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে।

সাতক্ষীরা,হাতবোমা,নিস্ক্রিয়করণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত