ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধার তিস্তা ব্যারাজ এলাকায় বৈরালী হোটেল সহ ৪৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

হাতীবান্ধার তিস্তা ব্যারাজ এলাকায় বৈরালী হোটেল সহ ৪৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

(২৭ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ বিলাশবহুল বৈরালী হোটেল ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন পানি উন্নয়ন বোর্ড।

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের মালিকানাধীন বহুল আলোচিত বৈরালী হোটেল সহ ৪৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ করা হয়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব অবৈধ স্থাপনা। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিশ দেওয়া হলেও তা না সরানোয় আদালতের নির্দেশে তিনজন ম্যাজিস্ট্রেট সহ শতাধিক পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার উপস্থিতিতে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নির্বাহী ম্যাজিট্রেট ইশফাতুল কবির,

নাজিয়া নওরিন,ফরিদ আল সোহান,পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রোকৌশলী আসফা-উদ-দৌল্লা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত