ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নেত্রকোণায় অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে জাল পুড়িয়ে বিনষ্ট

নেত্রকোণায় অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে জাল পুড়িয়ে বিনষ্ট

নেত্রকোণার মোহনগঞ্জে সংরক্ষিত অঞ্চলে মাছ শিকারীদের জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার করাচাপুর এলাকায় চিকাডুবি মৎস্য অভয়াশ্রমে বুধবার

সন্ধ্যার আগে এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যায়

শিকারীরা।

আদালত সূত্রে জানা যায়, মা, রেনু ও পোনামাছের নিরাপদে সংরক্ষণ এবং বেড়ে উঠার জন্য চিকাডুবি জলমহালে অভয়াশ্রম প্রতিষ্ঠা করেছে সরকারের মৎস্য বিভাগ। এই

অভয়াশ্রমের মাছ বিভিন্ন প্রকার জাল দিয়ে শিকার করে নিয়ে যায় একশ্রেণীর লোক। খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযান চলাকালে সরকারের নিষিদ্ধ ৩০০

মিটার বেড়জাল ও ৫০০ মিটার কারেন্টজাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে দেওয়া হয়।এ সময় বিনষ্ট করা হয় ৫টি নৌকাসহ মাছধরার সরঞ্জাম।

এলাকার বরান্তর গ্রামের বাসিন্দা তানিম আহমেদ জানান, মৎস্য শিকারীরা জলমহালটি সরকারের নিকট থেকে লিজ নিয়েছে বলে লোকজনদের জানায়। শুধু জাল পুড়ালে হবে না, অসাধু চক্রটিকেও আইনের আওতায় আনতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সরকারী সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোণা,জাল,বিনষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত