ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে র‌্যাবের টহল জোরদার 

সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে র‌্যাবের টহল জোরদার 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টহল বাড়িয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৪।

সিপিসি-৩, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে ২৫ ডিসেম্বর থেকে এই টহল, নজরদারি ও তল্লাশি পরিচালিত হচ্ছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ টহল জোরদার করা হয়েছে। নির্বাচন পরবর্তী তিন দিন পর্যন্ত এ টহল চলমান থাকবে।

র‌্যাব- ৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন "আলোকিত বাংলাদেশ" কে বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।

জনগণের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রোধকল্পে র‌্যাব-৪ এর টহল জোরদার করা হয়েছে।

সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত