নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে : রাশেদা সুলতানা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

আচরণ-বিধি লঙ্ঘনে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তাহলে ভোটের পরিবেশ বিনষ্ট হয় তাহলে ভোটাররা ভয় পাবে, তাই প্রার্থিদের আচরণ-বিধি মানা অত্যান্ত গুরুত্বপূর্ণ, বলেছেন নিবার্চন কমিশনার রাশেদা সুলতানা।

আজ ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতবিনিময় সভায় এসব বলেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো,আবু জাফর,অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক এসএম রাশেদুল হক পিপিএম, নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,পুলিশ সুপার গোলাম সবুর, জেলা নিবার্চন অফিসার জাহাঙ্গীর হোসেন সহ চারটি আসনের প্রতিদ্বন্দী প্রার্থী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।

নিবার্চন কমিশনার রাশেদা সুলতানা বলেন,সুন্দর ভাবে  ভোট করতে হলে সবার সমন্বয় দরকার, আমরা এই সমন্বয় করেছি এবং এটা যেনো মজবুত হয় সেই ব্যবস্থা আমার করে যাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটা স্তরে নিয়োজিত করা হয়েছে।এখানে কোনোরকম পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নাই।