বাংলাদেশের পাঁচশত উপজেলার মধ্যে সাভার উপজেলা সবচেয়ে শান্তির ও নিরাপদ জায়গা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মো: এনামুর রহমান এমপি। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দানকালে তিনি এই মন্তব্য করেন।
ত্রাণ প্রতিমন্ত্রী এসময় বলেন, 'আপনারা আমাকে দীর্ঘ ৪০ বছর যাবত চনেন। গত ৪০ বছর ধরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে আপনাদেরকে আমি চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার প্রতিষ্ঠানটি অনেক সুনামের সাথে সাভারে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই পিএটিসি'র অধিবাসী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এখানে একটা বিশেষ ডিস্কাউন্টও আছে।'
ডা. এনাম আরও বলেন, 'গত ১০ বছর ধরে সংসদ সদস্য ও মন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার পরে নাগরিক সুবিধা দিয়ে আসতেছি। একই সাথে দ্বীনের দায়িত্ব ও পালন করছি। এই এলাকায় তাবলীগ জামাত নিয়ে এসে আপনাদের আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহর পথে দাওয়াত দিয়েছি। দুনিয়া এবং আখেরাতের সকল দায়িত্ব আমি সফলভাবে পালন করার চেষ্টা করেছি। যার ফলে সাভারে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমি গর্ব করে বলি- বাংলাদেশের পাঁচশত উপজেলার মধ্যে সাভার উপজেলা সবচেয়ে শান্তির, নিরাপদ, সুশাসনের এবং সবচেয়ে ভালো উন্নয়নের জায়গা। সাভারে ঢুকলে মনে হয় আমরা এখন ইউরোপে আসছি। এত সুন্দর রাস্তাঘাট, বাড়িঘর, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পকারখানা হয়েছে যে অন্যরা এখানে এলে অবাক হয়!'
ঢাকা-১৯ আসনের নৌকার প্রার্থী বলেন, 'সাভার এখন একটা খুবই পোটেনশিয়াল সিটি হয়ে গিয়েছে। মানুষ যার কাছেই ভোটের জন্য যাই তারাই বলে যে, আমরা আপনার জন্য দোয়া করি যেন আপনি বিজয়ী হন। কারণ আমরা আবার সেই দানবের যুগে ফিরে যেতে চাই না। আমরা যেন সেই অত্যাচারের মধ্যে এবং চাঁদাবাজদের মধ্যে গিয়ে আবারও না পড়ি। আপনি আসাতে সাভারে চাঁদাবাজি এবং জমি দখল বন্ধ হয়ে গিয়েছে, আমরা এর পুনরাবৃত্তি চাই না।'
আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ইলোরা জাহান মজলিশ, ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের ইয়াসমিন আক্তার সুমি, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো: সফিউল্লাহ সুজন প্রমুখসহ বিপিএটিসি'র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে, ডা. এনামুর রহমান সাভারের শিমুলতলায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) তে নির্বাচনী বৈঠকে অংশ নেন। এসময় তিনি বলেন, 'আমরাতো গত দশ বছর বেশ ভালোই ছিলাম। সাভারবাসী খুব অস্থির হয়ে আছে যাতে এই পরিবর্তন না হয়। এই পরিবেশটা বজায় রাখার জন্য যেন আল্লাহ সোবহানুতায়ালা আমাকে বিজয়ী করেন এই দোয়া সাভারবাসী করছে। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।'
এদিকে, শনিবার বিকালে ত্রাণ প্রতিমন্ত্রী সাভার বাসস্ট্যান্ডে জাতীয় অন্ধ সংস্থা মার্কেটে ব্যবসায়ীদের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।