নাটোরের বড়াইগ্রামে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন সমর্থকদের ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৪জন স্বতন্ত্র সমর্থক আহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজলোর কচুগাড়ী ঈদগাঁহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাটোর-৪ (গুরুদাপুর-বড়াইগ্রাম) আসনরে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম, আশরাফ, রুবেল ও শামীম কচুগাড়ী গ্রামে ইসলামী জালসা থেকে বাড়ি ফিরছিলেন। এসময়
ঈদগাহ এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ১০/১৫জন সমর্থক তাদের ওপর এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এসময় তাদের সঙ্গে থাকা ৪টি মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজলো স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।বর্তমানে হাসপাতালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয়য় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।