গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের নামাটানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল- উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে আবু নাসিম (৩৫) অপরজন তরগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. আশিক (২৮)।
এলাকাবাসী সঞ্জীব ঘোষ বাবু জানান, রাত দুটার দিকে ঘটনা। এলাকার প্রায় সবাই পাশের বাড়িতে পূজা হচ্ছিল ওইখানে চলে গেছে। হঠাৎ করে খবর আসে যে এলাকায় কিছু লোক ঢুকেছে পরে তাদেরকে খোঁজাখুঁজি শুরু হয়। খুঁজতে খুঁজতে অতীন্দ্র পালের ঘোয়াল ঘরের পাশে এসে দুইজনকে পাওয়া যায়। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির কথা স্বীকার করে। এরই মাঝে এলাকার কিছু উৎসব জনতা তাদেরকে মারধর করে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানালে ভোররাত্রে দিকে দুজনকে থানায় নিয়ে যায়।
জাহিদ নামে আরেক এলাকাবাসী জানান, বর্তমান সময়ের আতঙ্ক প্রান্তিক কৃষকের সর্বনাশের মূল, গৃহপালিত পশু গরু চোর। এ কারণে এলাকায় রাতের বেলায় অপরিচিত কাউকে দেখলেই সন্দেহ জাগে আমাদের মনে। এলাকাবাসী মিলে দুজনকে ধরতে পেরেছে। বাকিরা পালিয়ে গেছে। তিনি আরো বলেন, দুজনের কাছ থেকে, কাটার এবং বিভিন্ন ধরণের মলম জাতীয় জিনিস পাওয়া গেছে।
আটককৃত আবু নাসিমের পিতা মো. মনির হোসেন বলেন, আমার ছেলে তার পরিবার নিয়ে আড়াল এলাকায় থাকে। ওইখানে সে বসবাস করে। যেখানে চুরির ঘটনা ঘটেছে এটা তারই পাশের এলাকা। ঘটনার রাতে পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে চোর সন্দেহের ধাওয়া দেয়। সে ভয়ে দৌড় দিলে এলাকাবাসী ধরে তাকে মারধর করে পুলিশে দেয়।
কাপাসিয়া থানাা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুবকর মিয়া বলেন, দুইজনকে সন্দেজনকভাবে এলাকাবাসী আটক করেছে। পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় আনা হয়। তবে এলাকার কেউ আটককৃতদের বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ দেয়নি।