ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘন, পৌর কাউন্সিলরকে জরিমানা

সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘন, পৌর কাউন্সিলরকে জরিমানা

চট্টগ্রাম-৪ আসন, সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি লংঘন করে নৌকা প্রতিকের পক্ষে মাইক দিয়ে প্রচার কাজ চালানোর সময় এক পৌর কাউন্সিলরকে জরিমানা করেছেন ।

রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পৌর কাউন্সিলর ও পৌর সদর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম অ্যাপোলোকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন জানান, ‘নির্বাচনী আচরণ বিধিমালা ১৩ ধারা লঙ্ঘন করে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নৌকা প্রতীকের সমর্থনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এপোলো মাইকিং করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ।

সীতাকুণ্ড,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত