বিজিবির অভিযান
সাতক্ষীরায় ভারতে পাচারকালে সাড়ে ৮৬ লাখ টাকা মূল্যর ৮টি স্বর্ণের বার উদ্ধার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
ভারতে পাচারকালে সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকায় বাইসাইকেলের পাইপের ভিতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক রোববার রাতে এক প্রেস জানান, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের বৈকারী এলাকা দিয়ে চোরাকারবারীরা বাইসাইকেলে করে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। রোববার বিকালে এমন সংবাদে তাৎক্ষনিক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় কালিয়ানী বিওপির নায়েক মোঃ শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে বিজিবি। এসময় বিজিবিদের দেখে বাইসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশী করে সিটের নীচে পাইপের ভিতরে থাকা ৮টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৯৩৩ কেজি ১২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৮৬ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।