বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ নিতে ছাত্রছাত্রীরা মাতোয়ারা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ২২:১৭ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত। উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যলয় ১২ টি মাদ্রাসা ও ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো দশটি কমিউনিটি স্কুল ও স্বতন্ত্র ইবতেদায়ী  মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

সোমবার ( ১ জানুয়ারি)  সকালে কাউখালী সরকারি মডেল বিদ্যালয় পাঠ্যপুস্তক বিরতন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হান্নান, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এম, জামান , উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।

এছাড়াও এ সময় সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক,  শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন।  

বিভিন্ন স্কুল মাদ্রাসার  ছাত্র-ছাত্রীদের বছরের প্রথম দিন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠত দেখা যায়। এর আগে ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পাওয়ার জন্য সারিবদ্ধ ভাবে বসে অপেক্ষা করেন নতুন বইয়ের ঘ্রাণ নিতে।