সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভার্সিটি নৌ-ঘাট এলাকায় ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা বিজয় আহম্মেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বিজয় আড়িকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় রোববার সন্ধ্যা রাতে উল্লেখিত এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রsত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।