ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রচার 

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতা বহিস্কার

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতা বহিস্কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের ২ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রচারণায় অংশ নেয়ায় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি বাবুল সরকার ও সদস্য ইউনুছ শিকদার এবং এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের (ঈগল) পক্ষে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল এবং অপর ৪ নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের (কাচিঁ) প্রতীকের পক্ষে ভোট প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা তাদের বহিস্কারের বিষয়টি জেনেছেন বলে তিনি উল্লেখ করেন।

সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত