নতুন বইয়ের আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। বছরের শুরুতেই জেলার সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বয়ে গেল খুশির ফোয়ারা। দেশব্যাপী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার চ্যালেন্জটা অবশেষে সহজে উতরে গেলেন মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা।
শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। সদর উপজেলার দক্ষিণ খুরুস্কুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া, মোহাম্মদ সাজ্জাদ, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ছিদ্দিকী, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ছিদ্দিকী।
এর আগে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের বই বিতরণ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। বর্নাঢ্য বই উৎসব হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুলে। পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার দেন। প্রধান শিক্ষক মো. রমজান আলী সভাপতি অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বীর মুক্তিযোদ্ধাগণও উপস্থিত ছিলেন। কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাইতুশ শরফ জব্বারীয়া একাডেমিতে ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সৈকত বালিক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার পৌর প্রিপ্যারাটরী উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল সহ শহরের সবকটি বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য জেলায় ৫৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সহস্রাধিক মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বলাবাহুল্য জেলায় ৯ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ বই বরাদ্দ দেয়া হয়। উপজেলা ভিত্তিক বইয়ের সংখ্যা হলো কক্সবাজার সদরে ২০৭৬৩১ টি, টেকনাফে ১৪৮৬৭৮ টি, উখিয়ায় ১৫৭৬৯০ টি, রামুতে ১৬৫০৮০ টি, চকরিয়ায় ২৪৬৮১০টি, পেকুয়ায় ১৩৮২৯৪৷ টি, কুতুবদিয়ায় ১২৭০০০ টি এবং মহেশখালীতে ১৯২৮০০ টি। এবছর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারিকুলামের বই উপহার দেয়া হয়।