হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে নকল সিগারেটের কার্টুনসহ রুহুল আমিন ইসলাম শুভকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। সে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। র্যাব -১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব -১২ সদস্যরা। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬২টি কাগজের কার্টুনে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১২ হাজার টাকা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এই নকল সিগারেট বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।