পাচারকারীদের প্লাস্টিকের ব্যাগে মিলল এক লাখ ইয়াবা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে মিলল এক লাখ ইয়াবা। সোমবার রাত সাড়ে ৮ টায় এই অভিযান চালায় বিজিবি। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান দেশে আসতে পারে এমন তথ্যে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩-৪ জন পাচারকারী বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশী করে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।