ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপা পড়ে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান শিহাব (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সে সাঁথিয়া পৌরসভাধীন ফকির পাড়া গ্রামের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের গঙ্গারামপুরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে শিহাব দুপুরে মোটরসাইকেল নিয়ে ব্যবসায়িক কাজে সাঁথিয়া থেকে পাবনা যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কে গঙ্গারামপুর নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দিলে সে ট্রাকের চাকা পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিহাবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মাধপুর হাইওয়ে থানার এসআই হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকচালক কাউকে আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা অব্যহত আছে।

সাঁথিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত