সীতাকুণ্ডে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৪ | অনলাইন সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

নন্দন রায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ডাকাতি করে আসছিল এমন ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। জানা যায়, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পৌরসদরের ০১ নং বটতল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পেট্রোল পাম্পের ২০০ গজ সামনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, দুইটি লালচে রংয়ের রাবার কার্তুজসহ বেশকিছু দেশীয় হাতে তৈরি অস্ত্র জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মোঃ আরিফ হোসেন (২৫) পিতা- আনোয়ার হোসেন, মোঃ ইমন হোসেন সবুজ (২৫) পিতা- মৃত ইসাহাক, মোঃ জাহিদ হোসেন (১৯) পিতা- মাহফুজুর রহমান ও মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সাহাব উদ্দিন (৩০) পিতা- মৃত গোলাম রহমান। জানা গেছে এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মহাসড়কে চলন্ত গাড়ীতে রড মেরে গাড়ী থামাইয়া ডাকাতি করতো বলে স্বীকার করে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দীন (পিপিএম) বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি ডাকাতি, অস্ত্র ও খুনের মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।