নারায়ণগঞ্জে হাসপাতালে গার্মেন্টসকর্মীর লাশ রেখে পালিয়েছে কথিত স্বামী

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় তাসমিল নামে এক গার্মেন্টসকর্মী তরুনীর লাশ ফেলে রেখে পালিয়েছে কথিত স্বামী। সোমবার রাতে ফতুল্লার মাসদাইর এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি মঙ্গলবার দুপুরে জানাজানি হলে পুলিশ ওই তরুনীর নাম পরিচয় উদঘাটন করেন।

নিহত তাসমিল (২৪) ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে।

ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, তাসমিল ও শাকিল ওরফে শাওন নামে এক যুবকের সাথে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমেনা গার্মেন্টসে কাজ করত। ওই গার্মেন্টসের পাশেই কোন একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন। শাকিল ওরফে শাওন গতরাতে নিথর অবস্থায় তাসমিলকে শহরের১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইসময় শাকিল ওরফে শাওন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। চিকিৎসকের ধারনা তাসমিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে এবং নাক দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। তবে মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃত্যুর বিষয়টি তাসমিলের পরিবারে জানানো হয়েছে।